ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

সরাসরি: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ জুন ২০২৫   আপডেট: ১৮:১৭, ২২ জুন ২০২৫
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শনিবার রাতের হামলাগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা ‘হ্রাস’ এবং ‘ধ্বংস’ করার জন্য ছিল। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘ধ্বংস’ করেছে। কিন্তু ইরানি সেনা বা বেসামরিক নাগরিকদের উপর হামলার কোনো প্রভাব পড়েনি।

পেন্টাগনে রীতিমতো বিরল সংবাদ সম্মেলনে রবিবার (২২ জুন) হেগসেথ বলেছেন, “আমাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) এর কাছ থেকে আমরা যে আদেশ পেয়েছি তা ছিল সুনির্দিষ্ট, শক্তিশালী এবং এটা স্পষ্ট যে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছি।”

হেগসেথ জানান অনেক প্রেসিডেন্ট “ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ট্রাম্পের আগ পর্যন্ত কেউ তা করতে পারেননি।”

আরো পড়ুন:

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অভিযান ‘সাহসী এবং উজ্জ্বল’ ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যখন  ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের শোনা উচিত। আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ এটি করতে পারত না।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়