ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ‘অপেক্ষা ও পর্যবেক্ষণে’ ইরানের মার্কিন হামলার সম্ভাব্য জবাব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২২ জুন ২০২৫   আপডেট: ১৯:৩৩, ২২ জুন ২০২৫
‘অপেক্ষা ও পর্যবেক্ষণে’ ইরানের মার্কিন হামলার সম্ভাব্য জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ করা’ ছাড়া আর কিছু ভাবার অবকাশ নেই।

তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আলানি রবিবার (২২ জুন) আলজাজিরাকে বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ‘অবিশ্বাসের প্রাচীর’ এখনো অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।”

আরো পড়ুন:

আলানি বলেন, “ইরানের ধারণা, যুক্তরাষ্ট্র কিছু সময় ধরে পারমাণবিক আলোচনাকে একটি ছদ্মাবরণ হিসেবে ব্যবহার করে আসছে, চাপ প্রয়োগের কৌশল হিসেবে এবং আক্রমণের প্রস্তুতি হিসেবে; যাতে ইরানকে আলোচনার টেবিলে দুর্বল করে ফেলা যায়।”

“এই কারণেই ইরান এখন (উত্তেজনা প্রশমনের) আলোচনায় যুক্ত হতে রাজি নয়।”

তিনি আরো বলেন, ইরানের হাতে নানা ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখানোর উপায় আছে। সম্ভাব্য এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান। পারমাণবিক কর্মসূচি আরো জোরদার করতে পারে বা আইএইএর সঙ্গে সহযোগিতার মাত্রা কমিয়ে দিতে পারে।

আলজাজিরাকে আলানি বলেন, “আমরা এখন একটি ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ অবস্থানে আছি, পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার জন্য।”

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়