সরাসরি: হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে রবিবার পার্লামেন্ট জানিয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়।
ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইসমাইল কাওসারি জানিয়েছেন, আমেরিকান আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার প্রতিক্রিয়ায় মজলিস (ইরানি সংসদ) বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের মূল পথটি বন্ধ করতে সম্মত হয়েছে।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদের কমিটির সদস্য কাওসারি জানিয়েছেন, আইনপ্রণেতারা প্রণালি বন্ধের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপর নির্ভরশীল।
তিনি বলেছেন, “পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালি বন্ধ করা উচিত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের উপর নির্ভরশীল।”
ঢাকা/শাহেদ