ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: কাতারের রাজধানীতে বিকট বিস্ফোরণ, আকাশে জলন্ত কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৩ জুন ২০২৫   আপডেট: ২৩:১২, ২৩ জুন ২০২৫
কাতারের রাজধানীতে বিকট বিস্ফোরণ, আকাশে জলন্ত কুণ্ডলী

ফাইল ফটো

কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে; পরপরই আকাশে জলন্ত কুণ্ডল দেখা গেছে। ধোঁয়ায় ছেয়ে গেছে দোহার আকাশের বড় অংশ। তবে ঠিক কীসের বিস্ফোরণের কারণে এই বিপর্যয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলজাজিরা লিখেছে, তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি যে, এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ না কি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়েছে।

আরো পড়ুন:

সেইসঙ্গে তীব্র বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে দোহায়। 

এর আগে দোহায় একটি ড্রোন ভেঙে পড়ার খবর পাওয়া যায়। দেখা যায়, ড্রোনটি মাটিতে পড়ে আগুনে জ্বলছে। তবে ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় দেশটি। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি। এখন ঠিক কী হচ্ছে, তা নিয়ে পরিষ্কার তথ্য আসেনি কোনো পক্ষ থেকে। কাতারের পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি।

কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সম্পর্কে যা জানা জরুরি

কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমানঘাঁটি, যার নাম আল-উদেইদ। কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান। ঘাঁটিটি ৬০ একর জায়গাজুড়ে বিস্তৃত ।

আল-উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ফরওয়ার্ড হেডকোয়ার্টার, অর্থাৎ সম্মুখ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

সেন্টকম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কার্যক্রম পরিচালনা করে একটি বিশাল অঞ্চলে- পশ্চিমে মিসর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত এলাকায়।

এই ঘাঁটি ১৯৯৬ সালে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া এক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে স্থাপন করা হয়।

এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়