ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৪ জুন ২০২৫   আপডেট: ০৯:২৬, ২৪ জুন ২০২৫
ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর কমছে তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। 

মঙ্গলবার (২৪ জুন) রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৭৯ ডলারে।

আরো পড়ুন:

এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭০ ডলার বা ৩ দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪৬ ডলারে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি’ বিষয়ে সম্মতি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়