ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: মার্কিন বিমানঘাঁটিতে হামলা: ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৫:৪৩, ২৪ জুন ২০২৫
মার্কিন বিমানঘাঁটিতে হামলা: ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। মঙ্গলবার (২৪ জুুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার প্রতিবাদ জানাতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূত আলী সালেহ আবাদিকে তলব করেছে। কাতার এই হামলাকে ‘তার সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

আরো পড়ুন:

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই ধরনের গুরুতর লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের আছে।”

ইরানের রাষ্ট্রদূতকে কাতার জোর দিয়ে বলেছে, “এই লঙ্ঘন সুপ্রতিবেশীসুলভ নীতি এবং কাতার ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। বিশেষ করে যেহেতু দোহা সবসময় ইরানের সঙ্গে সংলাপের পক্ষে এবং এই বিষয়ে অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।”

একটি পৃথক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের হামলা ‘চরম ঝুঁকিপূর্ণ উসকানি’ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়