ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারে কাজ চলছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৫:৩৯, ২৪ জুন ২০২৫
পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারে কাজ চলছে: ইরান

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, তারা তাদের পারমাণবিক কর্মসূচির ওপর হওয়া ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং তা পুনরুদ্ধারের পরিকল্পনা করছে।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের মেহর নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং বর্তমানে যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মূল্যায়ন করছি।”

আরো পড়ুন:

মোহাম্মদ ইসলামী বলেন, “পুনরুদ্ধারের প্রস্তুতি আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল এবং আমাদের লক্ষ্য হলো উৎপাদন বা সেবায় কোনো বিঘ্ন না ঘটতে দেওয়া।”

১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের পাল্টা হামলার মধ্যে ইসরায়েল টানা হামলা চালিয়ে যায়। ২২ জুন ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা করায় ইরানের পারমাণবিক স্থাপনা তিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অবশ্য এসব স্থাপনা থেকে কোনো তেজস্ক্রিয় উৎপাদন ছড়িয়ে পড়েনি বলে আশ্বস্ত করেছে ইরান। এ অবস্থায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়