ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল ব্রিকস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৫ জুন ২০২৫   আপডেট: ১১:২৯, ২৫ জুন ২০২৫
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল ব্রিকস

ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ‘জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।

বুধবার (২৫  জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ব্রিকস একটি বিবৃতি জারি করেছে।বিবৃতিতে বলা হয়, ব্রিকস গ্রুপ ইরানের ‘শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা’য় হামলার সমালোচনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র আন্তর্জাতিক আইন এবং নিয়ম লঙ্ঘন করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ব্রিকস।

আরো পড়ুন:

ব্রিকস উভয়পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের মতপার্থক্য সমাধানের লক্ষ্যে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

ব্রিকস, যার সদস্য ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও, বলেছে যে আলোচনার মাধ্যমে ‘সহিংসতার চক্র ভেঙে শান্তি পুনরুদ্ধার করা প্রয়োজন’।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়