ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৯ জুন ২০২৫   আপডেট: ১৩:৩৪, ২৯ জুন ২০২৫
এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে: ইরান

রাজধানী তেহরানের এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। 

রবিবার (২৯ জুন) দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। 

আরো পড়ুন:

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের শেষের দিকে, ইসরায়েল তেহরানের রাজনৈতিক বন্দীদের কারাগারে বিমান হামলা চালায়, যা প্রমাণ করে যে তারা সামরিক ও পারমাণবিক স্থাপনার বাইরেও তার লক্ষ্যবস্তু সম্প্রসারণ করেছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন “এভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দী, কারাগারে বেড়াতে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন।” 

জাহাঙ্গীর এর জানিয়েছিলেন যে, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ নিহত ও আহত হয়েছে। বিচার বিভাগ আরো জানিয়েছে, বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক রাখা হয়েছে, যার মধ্যে তিন বছর ধরে আটক দুই ফরাসি নাগরিকও রয়েছে।

হামলার ঘটনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, “তেহরানের এভিন কারাগারকে লক্ষ্য করে চালানো এই হামলা আমাদের নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে বিপদে ফেলেছে। এটা অগ্রহণযোগ্য।” 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়