সুপারম্যান ট্রাম্প
জেমস গানের বহুল প্রতীক্ষিত সুপারম্যান ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কয়েক ঘন্টা পরে শুক্রবার হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপারম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই ছবি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
অফিসিয়াল হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ছবিটিতে সুপারম্যানের পোশাকে ভারী পেশীবহুল ট্রাম্পকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘আশার প্রতীক। সত্য। ন্যায়বিচার। আমেরিকান পথ। সুপারম্যান ট্রাম্প।’
একজন ব্যবহারকারী লিখেছেন, “সুপারম্যান ট্রাম্প পাগল। সুপারম্যান ক্রিপ্টন থেকে এসেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেন এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। ট্রাম্প কর জালিয়াতি করেন, অভ্যুত্থানকে উস্কে দেন এবং সৎ শব্দটি বানান করতে পারেন না। আপনি লেক্স লুথরকে ক্লার্ক কেন্ট ভেবে ভুল করেছেন।”
আরেকজন লিখেছেন, “সুপারম্যান ছিলেন একজন অবৈধ অভিবাসী যিনি খামারে বেড়ে উঠেছিলেন।”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “সত্য? এপস্টাইনের তালিকা কোথায়? ন্যায়বিচার? এপস্টাইনের শিকারদের জন্য ন্যায়বিচার কোথায়?”
ঢাকা/শাহেদ