শত শত ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা
ইউক্রেনের চারটি অঞ্চলে শত শত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সিএনএন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্রেমলিন ৪০০টি দূরপাল্লার ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে - যা চলতি সপ্তাহে এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ। কিয়েভের বাহিনী কমপক্ষে ৩৪৫টি ড্রোনকে বাধাগ্রস্ত বা নিষ্ক্রিয় করেছে।
রাশিয়া যেসব এলাকায় হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে ওডেসা অঞ্চলের কিছু অংশ, খারকিভ, ভিনিৎসিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ।
২০২২ সালে পূর্ণমাত্রায় আক্রমণের পর চলতি সপ্তাহে রুশ বাহিনীর সবচেয়ে ভয়াবহ আক্রমণ মোকাবিলা করছে ইউক্রেনীয় সেনারা। কিয়েভের আইন প্রণেতারা সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য একটি প্রাথমিক সংশোধনী সমর্থন করেছেন। একই সময়ে, জেলেনস্কি সোমবার একটি মন্ত্রিসভায় রদবদল এনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য অস্ত্রের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার পর তিনি এই পরিবর্তন আনলেন।
জেলেনস্কি এক্স-এ একটি পোস্টে বলেছেন, “রাশিয়া তার কৌশল পরিবর্তন করছে না- এবং এই সন্ত্রাসকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে পদ্ধতিগতভাবে শক্তিশালী করতে হবে: আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আরো ইন্টারসেপ্টর এবং আরো দৃঢ় সংকল্প।”
ঢাকা/শাহেদ