ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১১:০৭, ১৭ জুলাই ২০২৫
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা

ভারতের রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, আসাম, দিল্লির মতো বিজেপিশাসিত রাজ্যগুলোয় বাংলাভাষী শ্রমিক দেখলেই হেনস্থা করা হচ্ছে। বাংলা কথা বললেই ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হচ্ছে। অনেকক্ষেত্রে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। এমনকি অবৈধ বাংলাদেশি বলে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। বেশকিছু ভারতীয়কে বাংলাদেমি তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠিয়েও দেওয়ার অভিযোগও উঠেছে।

পরপর বেশ কিছু এমন ঘটনা সামনে আসার পরেই ভিন রাজ্য বাঙালিদের উপরে অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাঙালি হেনস্থার প্রতিবাদে বুধবার (১৬) কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বৃষ্টিতে ভিজে মিছিল করেন তিনি। রীতিমতো হুংকার দিয়ে মমতা বলেন, “বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে বলছে। ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে। ইয়ার্কি হচ্ছে! আমি এসব নিয়ে চ্যালেঞ্জ করব। আমি ঠিক করেছি, আরো বেশি বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকেও ডিটেনশন শিবিরে রাখুন।”

আরো পড়ুন:

এদিন মিছিল শেষে ধর্মতলায় ঝাঁঝাল বক্তৃতায় বিজেপিকে আক্রমণের পাশাপাশি, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, “ভারত সরকার ও বিজেপির আচরণে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, ব্যথিত। একটা প্রবাদ আছে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা!”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারত সরকার একটি গোপন বিজ্ঞপ্তি জারি করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। গোপন বিজ্ঞপ্তিটি বিজেপিশাসিত রাজ্যগুলোতে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলায় কথা বলে, তাকে গ্রেপ্তার করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও এমন করা হচ্ছে। ২২ লাখ মানুষের ওপর অত্যাচার চলছে। বাঙালিদের ওপর এই অত্যাচার আমি মানব না।”

বক্তব্যে বিজেপির ‘বাংলা-বিরোধী’ মানসিকতার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল নেত্রী। 

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়