ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১৪:১৯, ২৪ জুলাই ২০২৫
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবিমান নিখোঁজ

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির আঞ্চলিক গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়া ভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরো পড়ুন:

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

তিনি টেলিগ্রামে লিখেছেন, প্লেনটি খুঁজে বের করার জন্য সব ধরনের প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়