ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজেপি নেতাদের পিঁপড়ার মতো টিপে মেরে ফেলার হুমকি মমতার

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১০:০৪, ৭ আগস্ট ২০২৫
বিজেপি নেতাদের পিঁপড়ার মতো টিপে মেরে ফেলার হুমকি মমতার

নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো বিজেপি নেতা-কর্মীদের পিঁপড়ার মতো টিপে মেরে ফেলার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৬ আগস্ট) পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের কেন্দ্রের ক্ষমতাশীল দল বিজেপিকে নিশানা করে মমতা এমন মন্তব্য করেন।

বিজেপি নেতাদের মালপোয়ার (এক ধরনের মিষ্টি) সঙ্গে তুলনা করে মমতা বলেন, “মালপোয়া নেতারা বলছেন আমি বাংলা ভাষায় কথা বলছি বলে আমাকে নাকি জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা উচিত। আমি তাদের বলতে চাই, তোদের বুকের পাটা থাকলে কখন গুলি করবি আয়! সিপিএম অনেক গুলি চালিয়েছে। ওদের গুলির সঙ্গে লড়াই করে বেঁচে রয়েছি। পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে। সেই লড়াই করে যদি বাঁচতে পারি, তবে তোদের তো পিঁপড়ার মতো টিপে মারবো।” 

আরো পড়ুন:

বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা-আন্দোলন’-এর পদযাত্রার শেষে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষার উপরে সন্ত্রাসের অভিযোগ তুলে মমতা বলেন, “আজকে বাংলা ভাষায় কথা বললেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি ও রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? ভারতের জাতীয় সংগীত কোন ভাষায় লেখা হয়েছিল?” 

মমতার স্পষ্ট বক্তব্য, “আমি পরিষ্কার বলে দিচ্ছি বকলমে এনআরসি হচ্ছে না, হবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে না। ভাষার উপর সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর সন্ত্রাস মানছি না, মানবো না। আমরা রক্ত দেবো কিন্তু বিনা যুদ্ধে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না।” 

মমতার হুঁশিয়ারি, “একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াবো। সারা পৃথিবীর মানুষের কাছে তোমাদের মুখোশ টেনে খুলে দেব। আমি গোটা বিশ্বের মানুষকে জানাবো কিভাবে অগণতান্ত্রিক কায়দায় মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।”  

এসআইআরের আড়ালে কেন্দ্রীয় সরকার এনআরসির পরিকল্পনা করছে। এই অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামে পথে নেমে বললেন, “এনআরসি মানছি না, মানব না।” নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।” 

পাশাপাশি, বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধি কাছে আসাম সরকারের এনআরসির নোটিশ পাঠানো নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। আসাম সরকার এই নোটিশ পাঠাতে পারে না। ধিক্কার জানাই।”

রাজনৈতিক মতাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিলেন মমতা। তিনি বলেন, “ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”

এদিকে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে  চার আধিকারিককে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সে কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে।” কোন অধিকারে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নই, কোনো অফিসারকেই শাস্তি পেতে দেবেন না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়