ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৫৯, ১৩ আগস্ট ২০২৫
নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তার তীব্র নিন্দা করেছে নিউজিল্যান্ড। আজ বুধবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন সাংবাদিকদের বলেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন।” গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।

প্রধানমন্ত্রী লুক্সন বলেন, “গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা একেবারেই অগ্রহণযোগ্য।”

আরো পড়ুন:

এদিকে, যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়লেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা প্রকাশ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এটিই ‘যুদ্ধ শেষ করার সেরা উপায়।’

জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। কারণ, ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

গাজায় নির্বিচার হামলার কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। 

সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে, তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়