ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লির অর্ধশতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২০ আগস্ট ২০২৫  
দিল্লির অর্ধশতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লিতে ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বোমা হামলার এমন ইমেইল পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলোতে। তৎপর হয়ে ওঠে পুলিশ। 

বুধবার (২০ আগস্ট) সকালে এ হুমকি দেওয়া হয়। এর আগে গত সোমবার ৩২টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। 

আরো পড়ুন:

খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কোন কোন স্কুল এই হুমকি পেয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে, মালভিয়া নগর ও নজফগড়ে একটি করে স্কুল এই হুমকির তালিকায় রয়েছে।

দক্ষিণ দিল্লির হৌজ রানি এলাকায় সর্ভোদয়া কন্যা বিদ্যালয়ে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে সকালেই সেখানে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা। চেকিং শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

সোমবার ৩২টি স্কুলে বোমা হামালার হুমকি দিলে   অভিভাবকরা সন্তানদের নিরাপত্তার কারণে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে যান। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে ছিল দিল্লি পাবলিক স্কুল (দ্বারকা), মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুল। 

পুলিশ তখন জানিয়েছিল, “সব শিক্ষক ও ছাত্র-ছাত্রীকে নিরাপদে বের করা হয়েছে এবং তল্লাশি চলছে।”

তদন্তে জানা গেছে, হুমকির ই-মেল পাঠিয়েছিল একটি সাইবার অপরাধী দল, যারা নিজেদের পরিচয় দিয়েছে 'দ্য টেররাইজার্স ১১১ গ্রুপ' নামে। শুধু তাই নয়, মেল-এ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের কারেন্সি দাবি করা হয়। হুমকিদাতারা দাবি করেছে, তারা স্কুলগুলোর আইটি সিস্টেম হ্যাক করেছে এবং ভবনের ভেতরে ‘পাইপ বোমা ও উন্নত বিস্ফোরক’ বসানো হয়েছে।

দিল্লিতে এমন ঘটনা নতুন নয়। গত বছর মে মাসে প্রায় ৩০০ স্কুলে একসঙ্গে বোমা হুমকির ই-মেল আসে, যা পরে ভুয়া হিসেবে ধরা পড়ে। চলতি বছরের জুলাই মাসেও তিন দিন ধরে অন্তত আটটি স্কুলে ধারাবাহিক হুমকি আসে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজেও হুমকি দেওয়া হয়। যেখানে চারটি আইইডি এবং দুই প্যাকেট আরডিএক্স রাখা হয়েছে বলে দাবি করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির উৎস খুঁজে বের করতে সাইবার টিম সক্রিয় রয়েছে বলে পুলিশ জানায়।

ঢাকা/সুচরিতা কংসবণিক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়