ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় যুদ্ধ অবসানে মুসলিম নেতাদের কাছে পরিকল্পনা উপস্থাপন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
গাজায় যুদ্ধ অবসানে মুসলিম নেতাদের কাছে পরিকল্পনা উপস্থাপন করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান এবং বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি ছিটমহলের ভবিষ্যৎ নিয়ে আরব ও মুসলিম নেতাদের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন। মঙ্গলবার এই পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতাদের সাথে বৈঠক করবেন ট্রাম্প।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও আরব সূত্র ইসরায়েলের চ্যানেল ১২ এবং মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে, ভবিষ্যতে গাজা থেকে কীভাবে ইসরায়েল তার সেনাবাহিনী প্রত্যাহার করতে পারে, কীভাবেআঞ্চলিক নেতারা শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনা পাঠাবে, কীভাবে একটি রূপান্তর ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যায় এবং অর্থায়ন করা যায় তা নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা পরিকল্পনাটির খসড়া ইসরায়েল করেনি বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিস্তারিত জানানো হয়েছে। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ভবিষ্যতে কিছুতে জড়িত থাকতে পারে সেই কথা ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সোমবার জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত দ্বি-রাষ্ট্র সমাধানের সম্মেলনে জানিয়েছেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

তিনি বলেছেন, “আমরা শান্তির এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত। আমরা শান্তিরক্ষী বাহিনী সরবরাহ করতে ইচ্ছুক।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়