ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:০২, ১৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস

দুই বছর পর গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুক্ষণ আগে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আলজাজিরার। 

মুক্তি পাওয়া জিম্মিদের প্রথমে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে নিয়ে যাবে রেডক্রস। এরপর তাদেরকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হবে। এজন্য ইসরায়েল বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আরো পড়ুন:

জিম্মিদের মধ্যে একজনের বাবা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে আজ সোমবার ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ১ গাজার ৭২২ জন ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে ব্যক্তিকে মুক্তি দেবে। 

গাজা থেকে জিম্মিদের মুক্তি তদারকি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছাবেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের প্রধান ম্যাগেন ডেভিড অ্যাডম জানান, ফিরে আসা জিম্মিদের চিকিৎসা সহায়তা প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন। জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ ও প্যারামেডিক মোতায়েন করা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের স্বজনরা জড়ো হচ্ছেন, শত শত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি শিগগির নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়