ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:০৯, ৭ নভেম্বর ২০২৫
বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশিকে সাক্ষাৎকার দিয়েছেন।

বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য রাখার সময় সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত-বাংলাদেশের সম্পর্কের শিথিলতার বিষয়ে প্রশ্নের জবাবে এমন অভিমত তুলে ধরেন রাজনাথ সিং।

আরো পড়ুন:

রাজনাথ সিং বলেন, “ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না।”

তিনি বলেছেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দিকে লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। ফলে ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা-চিন্তা করে কথা বলেন।”

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্কে শীতলতা আসে। হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ড. ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

তবে ক্ষমতায় বসার পর থেকে ড. মুহাম্মদ ইউনূসের বেশ কিছু মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। অবশ্য ভারতের এসব প্রতিক্রিয়ার জবাব দিয়েছে ঢাকা।

ঢাকা/সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়