ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো ভেস্তে গেলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫০, ৮ নভেম্বর ২০২৫
আবারো ভেস্তে গেলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা আবারো ভেস্তে গেছে। এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিবেশী দুই দেশের মধ্যকার আলোচনা ভেস্তে গেলো। অবশ্য দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে বলে শনিবার তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইসলামাবাদ আফগানিস্তানকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। বিষয়টিকে তিনি আফগানিস্তানের ‘সামর্থ্যের বাইরে’ বলে বর্ণনা করেছেন।

তবে, তিনি বলেছেন, “যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তা এখনো পর্যন্ত আমরা লঙ্ঘন করিনি এবং এটি পালন করা হবে।”

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, নতুন করে সীমান্ত সংঘর্ষ রোধ করার লক্ষ্যে ইস্তাম্বুলে আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ভেঙে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত আফগান মাটি থেকে কোনো আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

আফগান ও পাকিস্তানি সেনারা বৃহস্পতিবার তাদের ভাগ করা সীমান্তে সংক্ষিপ্তভাবে গুলি বিনিময় করেছিল। একই দিনে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। 

দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনী গত মাসে সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে কয়েক ডজন নিহত হয়, যা ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়