ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লির ৪টি আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৫, ১৮ নভেম্বর ২০২৫
দিল্লির ৪টি আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

দিল্লি বিস্ফোরণের রেশ এখন কাটেনি। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এর মধ্যেই রাজধানীর একাধিক নিম্ন আদালত এবং জেলা আদালতে বোমাতঙ্ক। এমনকি সাকেত আদালত, পাটিয়ালি আদালতেও বোমাতঙ্কের খবর।

এরপরেই একের পর এক আদালত খালি করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে শুনানি।

আরো পড়ুন:

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশাল টিম। শুরু হয়েছে তল্লাশি। শুধু তাই নয়, দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকায় দুটি সিআরপিএফ স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুলই। সেখানেও তল্লাশি চলছে বলে খবর। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

এদিকে, এদিনই প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলাকারী ডা. উমর উন নবীর শেষ ভিডিও। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। সেই উমরকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আত্মঘাতী হামলার ব্যাখ্যা। তিনি ওই ভিডিওতে বোঝাচ্ছেন, আত্মঘাতী বোমা আসলে শহীদ হওয়ার সামিল, সবাই আদতে ভুল বোঝে। তবে এদিন বোমা হামলার হুমকি কোথা থেকে এল, তা স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়