ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্প নিয়ে বিজেপি-তৃণমূল খোঁচাখুঁচি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৩, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্প নিয়ে বিজেপি-তৃণমূল খোঁচাখুঁচি

বাংলাদেশে শুক্রবার ভূমিকম্প আঘাত হানার পরে ভারতের পশ্চিমবঙ্গে কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্প নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি খোঁচা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর প্রতিক্রিয়ায় মমতার দল তৃণমূল কংগ্রেস পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিকে। 

ভূমিকম্পের পরে বিজেপির বঙ্গীয় শাখা এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে জানতে চায় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কারণে এই কম্পন হয়েছে কিনা।

পোস্টটিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি এসআইআর-এর কারণে?”

তৃণমূল পোস্টের প্রতিক্রিয়ায় বলেছে, এই কম্পনের কারণ আসলে “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসন্ন পরাজয়ের দিকে তাকিয়ে থাকা বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। আর চিন্তা করবেন না, দিল্লির জমিদাররাও এর থেকে বাদ যাবেন না; এই কম্পন তাদের কাছেও পৌঁছাবে”

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের সূত্রপাত করেছে। বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল একে অপরের বিরুদ্ধে ভোটার কারচুপির অভিযোগ তুলেছে। 

বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকা সংশোধন ‘গভীর উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে। এই প্রক্রিয়াটি ‘অপরিকল্পিত’ এবং ‘বিশৃঙ্খল।’
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়