ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিকাগোতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন আটকে দিল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:২১, ২৪ ডিসেম্বর ২০২৫
শিকাগোতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন আটকে দিল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রুলিং জারি করেছে, যেখানে শিকাগো এলাকায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে আটকে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সুপ্রিম কোর্টের ৬-৩ ভোটের ব্যবধানে নেওয়া এই সিদ্ধান্তের ফলে ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ নামক বিতর্কিত অভিবাসন দমন অভিযানে সহায়তা করার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ফেডারেল করার প্রচেষ্টায় নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকল।

ট্রাম্প প্রশাসন যখন অভ্যন্তরীণ আইন প্রয়োগ এবং অভিবাসন বিরোধী অভিযানে সামরিক বাহিনীকে ব্যবহারের চেষ্টা করছে, তখন আদালতের এই সিদ্ধান্তকে তাদের জন্য একটি বিরল আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আদালতের স্বাক্ষরবিহীন আদেশে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ‘টাইটেল ১০’ আইন অনুযায়ী ফেডারেল কর্মী ও সম্পত্তি রক্ষার ‘সহজাত ক্ষমতার’ দোহাই দিয়ে প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ডকে ফেডারেল করতে পারেন।

রায়ে উল্লেখ করা হয়েছে, ‘পসি কমিট্যাটাস অ্যাক্ট’ অনুযায়ী সাধারণত সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ আইন প্রয়োগে ব্যবহার করা নিষিদ্ধ। আদালত জোর দিয়ে বলেছে, এ ধরনের মোতায়েন ‘ব্যতিক্রমী’ এবং এর জন্য সুনির্দিষ্ট বিধিবদ্ধ বা সাংবিধানিক কর্তৃত্বের প্রয়োজন।

এই রায়ের ফলে মার্কিন ডিস্ট্রিক্ট জজ এপ্রিল পেরির অক্টোবরের পর্যবেক্ষণটি বহাল থাকল। বিচারক পেরি জানিয়েছিলেন যে, ইলিনয়ে কোনো ‘বিদ্রোহ’ বা ‘সহিংস প্রতিরোধের’ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার এই রায়কে ‘ইলিনয় এবং আমেরিকান গণতন্ত্রের জন্য একটি বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি একে নির্বাহী ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

এটিকে, রায়ের প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেছেন, ‘সহিংস দাঙ্গাকারীদের’ হাত থেকে ফেডারেল কর্মীদের রক্ষা করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য এই রায়ের ফলে পরিবর্তন হবে না।

রয়টার্সের খবর অনুসারে, সুপ্রিম  কোর্টের এই আদেশটি সাময়িক এবং কেবল শিকাগো এলাকার জন্য প্রযোজ্য। তবে ধারণা করা হচ্ছে, এটি পোর্টল্যান্ড, ওরেগন এবং ওয়াশিংটন ডি.সি.-এর মতো অন্যান্য ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোর আইনি লড়াইকেও প্রভাবিত করবে।

শিকাগো এলাকায় বর্তমানে প্রায় ৩০০ ন্যাশনাল গার্ড সেনা অবস্থান করছে, তবে এই রায়ের পর তারা কোনো অপারেশনে অংশ নিতে বা রাস্তায় টহল দিতে পারবে না।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়