ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দিন পর মস্কোতে ফের বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৭, ২৪ ডিসেম্বর ২০২৫
দুই দিন পর মস্কোতে ফের বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোতে আজ বুধবার সকালে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন। খবর বিবিসির।

রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 

আরো পড়ুন:

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে টহলরত দুইজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা এক সন্দেহভাজন ব্যক্তিকে তাদের গাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখে এগিয়ে গেলে এই বিস্ফোরণটি ঘটানো হয়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হোন। 

বিস্ফোরণে আরো একজন অজ্ঞাত ব্যক্তিও নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি হামলাকারী অথবা ঘটনাস্থলে থাকা কোনো পথচারী।

মস্কোতে মাত্র দুই দিনের ব্যবধানে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের বিস্ফোরণ। এই ঘটনাটি রুশ রাজধানীতে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। গত সোমবার (২২ ডিসেম্বর) রুশ জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ এক গাড়ি বোমা হামলায় নিহত হন। তার গাড়ির নিচে বোমাটি রাখা ছিল।

রাশিয়ার তদন্ত কমিটি এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানিয়েছেন, ‘আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জীবননাশের চেষ্টা’ এবং ‘বিস্ফোরক দ্রব্যের অবৈধ পাচার’ সংক্রান্ত ধারায় তদন্ত চলছে।

সোমবার জেনারেল সারভারভ হত্যার জন্য রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়েছে। তবে আজকের এই পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। কিয়েভ এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়