ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর জয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:১৭, ২৫ ডিসেম্বর ২০২৫
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর জয়

হন্ডুরাসকে হতাশ না করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসরি আসফুরা

প্রযুক্তিগত ত্রুটি এবং জালিয়াতির অভিযোগের মুখে কয়েক সপ্তাহের বিলম্বের পর, নাসরি আসফুরাকে হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যশ বিবিসি।

আরো পড়ুন:

হন্ডুরাসের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) তথ্যানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট রক্ষণশীল ‘ন্যাশনাল পার্টি’র প্রার্থী নাসরি আসফুরা ৪০.৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি মধ্য-ডানপন্থি ‘লিবারেল পার্টি’র সালভাদর নাসরাল্লাকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন, যিনি ৩৯.৫ শতাংশ ভোট পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আসফুরা বলেন, “হন্ডুরাস: আমি শাসনের জন্য প্রস্তুত। আমি আপনাদের হতাশ করব না।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সব পক্ষকে নির্বাচনের ফলাফলকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন, যাতে ‘হন্ডুরাসের কর্তৃপক্ষ ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করতে পারে’।

তবে দেশটির কংগ্রেসের প্রেসিডেন্ট লুইস রেডন্ডো এক পোস্টে এই ফলাফলকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন।

গত ৩০ নভেম্বর হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও প্রযুক্তিগত বিভ্রাটের কারণে ভোট গণনা দুবার বিলম্বিত হয়, যাকে নির্বাচনী কর্মকর্তারা ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন। সিএনই-এর প্রেসিডেন্ট আনা পাওলা হল ফলাফল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানিকে এই বিলম্বের জন্য দায়ী করেছেন।

তিনি জানান, ওই প্রতিষ্ঠানটি সিএনই-কে কোনো প্রকার অবহিত না করেই ফলাফল প্রকাশের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজ চালিয়েছিল। রিয়েল-টাইম ফলাফল প্রদর্শনের পোর্টালটি ক্র্যাশ করার একদিন পরই এই অচলাবস্থা তৈরি হয়।

নির্বাচনের ফলাফল ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। ভোট গণনায় বিশৃঙ্খল পরিস্থিতির কারণে জয়ী নির্ধারণ করতে প্রায় ১৫ শতাংশ ব্যালট পেপার হাতে গণনা করতে হয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশে এই বিলম্বের ফলে গত সপ্তাহ থেকে হন্ডুরাসজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন ‘লিব্রে’ পার্টির হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ করেন এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন।

বিদায়ী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো অভিযোগ করেছিলেন যে, একটি ‘নির্বাচনী ক্যু’ বা অভ্যুত্থান ঘটছে। চলতি মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, নির্বাচনে ট্রাম্পের ‘হস্তক্ষেপ’ কলঙ্ক লেপন করছে।

ট্রাম্প আসফুরাকে সমর্থন দিয়ে হন্ডুরাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলাফল ‘বদলানোর চেষ্টা’ করার অভিযোগ এনেছিলেন। তিনি হুমকি দিয়ে বলেছিলেন, যদি তারা তা করে, তাহলে ‘ভয়াবহ মূল্য দিতে হবে।’ এমনকি আসফুরা জয়ী না হলে মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

হন্ডুরাসের সংবিধান অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

ভোটের নয় দিন পর, লিবারেল পার্টির প্রার্থী সালভাদর নাসরাল্লা ‘দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন। তিনি আরো অভিযোগ করেন, ট্রাম্পের মন্তব্য তার জয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ফলাফল ঘোষণার পর দেওয়া বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নিতে নতুন প্রশাসনের সাথে কাজ করতে উন্মুখ’। তিনি আরো যোগ করেন যে, দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধে’ কাজ করবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়