ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বেশি ভাষার দেশ!

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২৯ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে বেশি ভাষার দেশ!

দেশিয় উৎসবের সাজে পাপুয়া নিউ গিনির একজন নারী

ডেস্ক রিপোর্ট : সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউ গিনি, যেখানে ৮৫০টিরও বেশি ভাষা রয়েছে। এরপরেই রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে ৬৭০টি ভাষা লোকমুখে ফেরে।

এমন অনেকগুলো ভাষা আছে যেগুলো একটিই ভৌগলিক অঞ্চলে বসবাসকারী মানুষই ব্যবহার করতেন। বংশধরদের অভাবে সেই ভাষা শেষ হয়ে গিয়েছে। প্রতিনিয়ত ভাষা ও ভাষায় শব্দের ব্যবহার পাল্টে যাচ্ছে। অনেক ভাষা অস্তিত্ব রক্ষায় অন্যের সঙ্গে নিজেকে মিশিয়ে নিচ্ছে। যার ফলে খর্ব হচ্ছে ভাষার স্বাতন্ত্র্যতা।

সমীক্ষা বলছে, প্রতি ১৫ দিনের একটি করে ভাষা মুছে যাচ্ছে পৃথিবীর বুক থেকে। কয়েকটি ভাষা অবশ্য সরকারি বদান্যতায় স্বমহিমায় ফিরেও এসেছে। যেমন ওয়েলশ, মাওরির মত ভাষা সরকারি আনুকূল্য পেয়েছে।

তবে বিশ্বের সর্বাধিক প্রচারিত ভাষাগুলো হচ্ছে যথাক্রমে- চাইনিজ, ইংরেজি, হিন্দি-উর্দু, স্প্যানিশ, আরবি, পর্তুগীজ, রাশিয়ান, বাংলা, জাপানি, জার্মান ও ফরাসী। এই সবকটি ভাষায় কথা বলেন বিশ্বের অর্ধেক মানুষ।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৪/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়