ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাহেদের অস্ত্র মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২০  
সাহেদের অস্ত্র মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ সেপ্টেম্বর

সাহেদ করিম (ফাইল ছবি)

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের অস্ত্র মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আরও চারজন সাক্ষ্য দেন। 

আরো পড়ুন:

এ নিয়ে তিন কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

এদিন সাক্ষ্য দিয়েছেন-পুলিশ পরিদর্শক তপন চন্দ্র সাহা, এএসআই রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম ও হাসান মাহমুদ। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

সাক্ষ্যগ্রহণের সময় সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ৩০ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল চার্জশিট দাখিল করেন।

তার আগে গত ১৫ জুলাই (বুধবার) ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। পরেরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়