ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২১  
পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

শামীমা নূর পাপিয়া ও মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী

শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এই তথ‌্য জানান।

দুদক সচিব বলেন, ‘শামীমা নূর পাপিয়া,  নরসিংদী জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত)  শামীমা  নূর পাপিয়া  ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে  ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে ২০২০ সালের আগস্ট মাসে মামলা দায়ের করা হয়।  অভিযোগ তদন্তের জন্য দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।’

ড. আনোয়ার হোসেন আরও বলেন, ‘প্রতিবেদন অনুযায়ী পাপিয়া ও তার স্বামী মতি সুমন পরস্পর যোগসাজশে জ্ঞাতসারে অবৈধভাবে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা আয় করেছেন। এর মাধ‌্যমে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেন।’

প্রতিবেদনটি কমিশনে উপস্থাপন করার পর শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮  টাকার অবৈধ সম্পদ অর্জন করে দখলে রাখায় চার্জশিট দাখিলের অনুমাদন দেয় দুদক।

ঢাকা/শিশির/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়