ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা থেকে ২৫ আইপিএল জুয়াড়ি গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৪৯, ২৪ এপ্রিল ২০২১
ঢাকা থেকে ২৫ আইপিএল জুয়াড়ি গ্রেপ্তার 

ঢাকার চকবাজার, যাত্রাবাড়ী ও সদরঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার দায়ে ২৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১০)। 

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়তে কবির সোয়েব রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, শুক্রবার (২৩ এপ্রিল) রাতে চকবাজার থানার সোয়ারীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো.  ইলিয়াস, মো. বশির সর্দার, মো. মফিজুল ইসলাম ও মো. খলিল। এসময় তাদের কাছ থেকে ৫৪ পিস তাস, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এছাড়া একইদিন যাত্রাবাড়ী থানার ধলপুর আউটফল এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয় । তারা হলেন, মো. শহিদ সরদার, মো. আশরাফ উদ্দিন আশু, মো. আলমগীর, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আলী, মো. ইসমাইল, মো. ওমর ফারুক,  মো. বাদল রানা ও মো. হেলাল।

এছাড়াও একইদিন গভীর রাতে কোতয়ালী থানার সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয় । 
র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা আইপিএল নিযয়ে জুয়া খেলছে। তারা বল কিংবা ওভার প্রতি হাজার হাজার টাকা বাজি ধরে। 

ঢাকা/মাকসুদ/রাখী চাকমা/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়