ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হেফাজত নেতা ফয়সাল মাহমুদ ও কাশেমী ৩ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২৯ এপ্রিল ২০২১  
হেফাজত নেতা ফয়সাল মাহমুদ ও কাশেমী ৩ দিনের রিমান্ডে 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও সংগঠনটির নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর (৪৩) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালতে তাদের হাজির করে পল্টন থানার মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে এবং ডেমরা থেকে বিকেল ৪টার দিকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়