ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পি কে হালদারকে দেশে ফেরাতে রুল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৭ মে ২০২২   আপডেট: ০৮:৫৭, ১৭ মে ২০২২
পি কে হালদারকে দেশে ফেরাতে রুল শুনানি আজ

পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয় (ফাইল ফটো)

এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট করার মামলার প্রধান অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

মঙ্গলবার (১৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রুলটি ২২ নম্বর ক্রমিকে রয়েছে।

আরো পড়ুন:

সোমবার (১৬ মে) পি কে হালদার ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়টি আদালতকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। একইসঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে আগে জারি করা রুল শুনানির আবেদন জানান।

এর আগে ২০২০ সালের ১৮ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রুল জারি করে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

রুলে পি কে হালদারকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং এক্ষেত্রে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

গত ১৩ মে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: 

কলকাতায় ৩ দিনের রিমান্ডে পি কে হালদার

‘পিকে হালদারকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার’

 পিকে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 দুদকের আরও ১০ মামলায় আসামি পিকে হালদার

 ৭২৭৬ কোটি টাকার দুর্নীতি, পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

 পিকে হালদারের বান্ধবী রুনাই’র জামিন নামঞ্জুর

পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ

 পিকে হালদারের সহযোগী অসীম তিন দিনের রিমান্ডে

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়