ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রথম আলো’ সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৩:০৪, ৩০ মার্চ ২০২৩
‘প্রথম আলো’ সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মতিউর রহমান। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে।

এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, বুধবার (২৯ মাচ) রাতে আব্দুল মালেক ওরফে মশিউর মালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  মামলা নম্বর ১৯।

এর আগে বুধবার স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

/মাকসুদ/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়