ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৪০, ২ অক্টোবর ২০২৩
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় নয়।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কর্মসূচি পালন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে  নির্ভয়ে ব্যবস্থা নেওয়া যাবে। মেসেজ টু কমিশনার ভুক্তভোগীরা থানায় সেবা বা পেলে মেসেজ দিতে পারবেন। ডিবিতে গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি কমিশনারকে জানাতে পারবেন।

হাবিবুর রহমান বলেন, আমাকে একজন ফোন করে বলেছেন তার স্বামী থাপ্পড় মেরেছে। তার স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করতে চান। এ কারণে তিনি সরাসরি আমাকে ফোন করেন। ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির সাইবার ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে। এর বড় কারণ মোকাবিলায় প্রযুক্তিতে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

সাংবাদিকদের অন্য প্রশ্নে তিনি বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি দিয়েছে সেখানে পুলিশের পক্ষে কোনো সমস্যা হবে না। তারা পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাবে। ভিসানীতি পুলিশের কাজে কোনো প্রভাব ফেলবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, ক্রাইম অ্যান্ড অপারেশন্স ডক্টর খ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক অ্যান্ড ফিনান্স) আশরাফুজ্জামান, ট্রাফিকের প্রধান মো মুনিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়