ঢাকা     সোমবার   ১৩ মে ২০২৪ ||  বৈশাখ ৩০ ১৪৩১

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ, তিন পুলিশ আহত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:০৮, ৩১ অক্টোবর ২০২৩
মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ, তিন পুলিশ আহত 

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে রাজধানী ঢাকার মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ডেমরা থানার আহত পুলিশ পরিদর্শক   ওসি ফারুক হোসেন রাইজিংবিডিকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে মাতুয়াইলে বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। অবরোধ সমর্থনকারী একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা ৩২ জনকে আটক করে থানায় নিয়েছি। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সকালে মাতুয়াইলের ডেমরায় সড়ক অবরোধ করতে একটি মিছিল বের হয়। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়