ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেরাদিয়ার পেট্রোল বোমার আঘাতে বাস খাদে, হেলপার দগ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৫ নভেম্বর ২০২৩  
মেরাদিয়ার পেট্রোল বোমার আঘাতে বাস খাদে, হেলপার দগ্ধ

রাজধানীর মেরাদিয়ার বাসার আড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে যাত্রীবাহী অছিম পরিবহন নামের একটি বাস। এতে আগুনে দগ্ধ হন বাসের হেলপার। এ ছাড়া, ড্রাইভারসহ বাসে থাকা আরও ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, সকাল সোয়া সাতটার দিকে বাসের দরজায় আগুন লাগা অবস্থায় খাদের নেমে পড়ে। আশপাশের লোকজন পানি দিয়ে বাসে লাগা আগুন নেভায়। পেট্রোল বোমার আঘাতে তাৎক্ষণিক হেলপারের বাম পায়ের অনেকাংশ পুড়ে যায়। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত খিলগাঁও থানার উপ-পরিদর্শক জীবন বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে এসে দেখি বাসটি সড়ক থেকে ঝিলের খাদে একটি বাড়ি ঘেঁষে নেমে পড়েছে। যাত্রী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাসটিকে লক্ষ্য করে দুর্বৃত্ততা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নামিয়ে দেয়। পেট্রোল বোমার আঘাতে হেলপার দগ্ধ হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠিয়েছেন এলাকাবাসীরা। বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফরাজী হাসপাতাল লিমিটেডের জরুরি বিভাগে দায়িত্বরত ইনচার্জ নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, দুর্ঘটনায় আহত দুইজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়েছিল। এর মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ ছিল। তাকে আমরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে রেফার্ড করেছি। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।

ঢাকা/এনটি/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়