রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:২২, ৬ জুলাই ২০২৫

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত পরিচ্ছন্নতাকর্মীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ঢাকা/এমআর/বকুল