আশুলিয়ায় এগ্রো প্রজেক্টে হামলার অভিযোগ
আশুলিয়ার কাজীরচর একটি এগ্রো প্রজেক্টে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৬ জুলাই) রাতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী এম এ মতিন বলেন, “মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত আশুলিয়ার এগ্রো প্রজেক্টে হামলা করে। তারা ভাঙচুর ও লুটপাট করে।”
ঘটনার পর এম এ মতিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঢাকা/এমআর/এসবি