পরিদর্শক হলেন ১১০ পুলিশ কর্মকর্তা
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার ১১০ জন কর্মকর্তাকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৬০ জন উপ-পরিদর্শক (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন। ৪৫ জন উপ-পরিদর্শক (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। ৫ জন পুলিশ সার্জেন্টকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে উন্নীত করা হয়েছে।
পদোন্নতির ফলে বাংলাদেশ পুলিশের কর্মদক্ষতা এবং চেইন অব কমান্ড আরো সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/এমআর/রফিক