ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরি করে ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী: পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১১ ডিসেম্বর ২০২৫  
চুরি করে ধরা পড়ায় মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী: পুলিশ 

গৃহকর্মী আয়েশা আক্তার।

ঢাকার মোহাম্মদপুরে স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় ধরে ফেলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজা ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে গৃহকর্মী আয়েশা আক্তার হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, বুধবার আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর থেকে স্বামী জামাল সিকদারসহ (২৫) গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার কথা স্বীকার করেছেন।

সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে আয়েশাকে আসামি করে হত্যা মামলা করেন লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতদের স্বজনরা জানিয়েছিলেন, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় আসেন এবং প্রায় দেড় ঘণ্টা পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। লায়লা ফিরোজের শরীরে ৩০টির বেশি এবং নাফিসার গলায় ৪টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়