ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ষায় বুঝে শাড়ি বাছাই করুন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১১:৩৭, ৩১ জুলাই ২০২৪
বর্ষায় বুঝে শাড়ি বাছাই করুন

ছবি: সংগৃহীত

বর্ষায় প্রকৃতিতে স্নিগ্ধ ও সতেজ রূপ ধরা দেয়। এই সময় নিজেকে প্রকৃতির রঙে রাঙাতে ভালো লাগে। বাঙালি নারীর সাজে শাড়ির কদর বাড়ে। যারা শাড়ি ভালোবাসেন তাদের জন্য এই আয়োজন। জানেন তো? এই সময় সুতি শাড়ি সামান্য বৃষ্টিতেও ভিজে পায়ের কাছে গুটিয়ে থাকতে পারে। বর্ষায় শাড়ি পরতে চাইলে হালকা শাড়ি বাছাই করতে পারেন। সুতি এড়িয়ে যেতে চাইলে বেছে নিতে পারেন শিফন, সিল্ক, জর্জেটের শাড়ি। 

বর্ষায় প্রকৃতি গাঢ় রঙে সাজে। তাই আপনিও গাঢ় রঙের শাড়ি বাছাই করতে পারেন। গোলাপি, বেগুনি, লাল কিংবা হলুদ শাড়ি পরতে পারেন। আর নীল তো রইলোই। এসব রঙের শাড়িতে কাদা বা ময়লা লেগে গেলেও খুব একটা চোখে পড়বে না।  

শাড়ির জমিনে খুব কাজ করা না থাকলেই ভালো। এই সময়ে সুতা, জরি, চুমকির কাজ করা শাড়ি এড়িয়ে চলতে পারেন। তবে আমব্রয়ডারি করা শাড়ি, একরঙা শিফন অথবা প্রিন্টেড শাড়ি পরতে পারেন অনায়াসে।

বর্ষায় হ্যান্ড পেইটিং করা শাড়ি পরতে পারেন। এই শাড়িগুলোতে প্রকৃতির ফুল, লতা, পাতা, পাখির মোটিফ থাকলে সহজেই আপনার ন্যাচারাল সৌন্দর্য ফুটে উঠবে।

শাড়ির সঙ্গে পরতে পারেন ফ্ল্যাট জুতা। অথবা ব্যালোরিনাও বেছে নিতে পারেন।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়