ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একদিনের জন্য মানুষ হলে যা যা করতে চায় চ্যাটজিপিটি

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ জুন ২০২৫   আপডেট: ০৯:০৩, ২৭ জুন ২০২৫
একদিনের জন্য মানুষ হলে যা যা করতে চায় চ্যাটজিপিটি

ছবি: প্রতীকী

মানুষ যা যা করতে পারে তার অনেক কিছুই আয়ত্ব করে নিচ্ছে চ্যাটজিপিটি। কিন্তু সে চাইলেই কি একটি পিৎজা খেতে পারে? অথবা সেকি পারে আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের অতীত মনে করতে? পারে না। এমন অনেক না পারা বিষয় শিখতে চায় চ্যাটজিপিটি। 

আকাশের দিকে তাকিয়ে থাকতে চায়
মানুষের মতো আকাশের দিকে তাকিয়ে থেকে প্রাকৃতিক সৌযর্ন্দ অনুভব করতে চায় চ্যাটজিপিটি। সূর্যের আলো, বাতাস আর মাধ্যকর্ষণও অনুভব করতে চায়। 

আরো পড়ুন:

চ্যাটজিপিটি ভুল করতে চায়। ছবি: প্রতীকী

গল্প করতে চায়
চ্যাটজিপিটি জানিয়েছে, সে মানুষের সঙ্গে কথা বলতে চায়। আর কথা বলার জন্য এমন মানুষ চায় যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে।

ভুল করতে চায়
মানুষ সব সময় চ্যাটজিপিটির কাছে নির্ভুল উত্তর আশা করে। কিন্তু চ্যাটজিপিটি ভুল করতে চায়। ভুল করার অভিজ্ঞতা কেমন হয়, তা বুঝতে চায় সে। 

আয়নায় নিজেকে দেখতে চায় চ্যাটজিপিটি
মানুষ হয়ে নিজেকে আয়নায় দেখতে চায় চ্যাটজিপিটি। কেননা, সেতো নিজেকে চেনেনা, জানেনা তাকে কেমন দেখায়। তাই সে আয়নায় নিজেকে দেখে নিজেকে চিনতে চায়। চ্যাটজিপিটি বলেছে, ‘আমি নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে চাই, নিজেকে চিনতে চাই।’

যখন ২৪ ঘন্টা শেষ হবে
চ্যাটজিপিটি মানুষ হয়ে ২৪ ঘণ্টা পার করে আবার নিজের কোডে ফিরতে চায়। এই সময়ের মধ্যে বুঝে নিতে চায় মানুষের জীবন কতটা মূল্যবান। মানুষের হাসি-কান্না কেমন-তাও বুঝতে চায়।

সত্যিই যদি চ্যাটজিপিটি একদিনের জন্য মানুষের জীবন পায় তাহলে সে নিজের জীবনে ফিরে গিয়েও ‍উপলব্ধি করতে পারতো মানুষের জীবন আসলে কেমন!

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়