বৃষ্টির দিনে মেকাপ করলে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
বৃষ্টির দিনে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে। এই সময়ে মেকআপ সহজেই গলে যেতে পারে। সেজন্য বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
এক. দিনের বেলায় বেশি ভারী মেকআপ ব্যবহার না করাই ভালো।
দুই. এমন মেকআপ সামগ্রী ব্যবহার করা উচিত যাতে ঘামের সমস্যা না হয়।
তিন. বৃষ্টির দিনে মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো সানস্ক্রিন বেসড ক্রিম।
চার. মেকআপ করার সময় প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।এই সময় ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। দেখবেন যে, মেকআপ সহজে নষ্ট হবে না বা গলে যাবে না।
পাঁচ. কপাল থেকে নাক বরাবর অংশ অর্থাৎ মুকের টি-জোন, থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার মেখে নেবেন।
উল্লেখ্য, বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করতে পারেন।
ঢাকা/লিপি