ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্ডারআর্মের যত্নে গ্লাইকোলিক অ্যাসিড যেভাবে কাজ করে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৫  
আন্ডারআর্মের যত্নে গ্লাইকোলিক অ্যাসিড যেভাবে কাজ করে

ছবি: প্রতীকী

বিশেষজ্ঞরা বলছেন, ‘‘গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে,  পিএইচ ব্যালান্স করে এবং ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।’’ অনেকের আন্ডারআর্মে হাইপারপিগমেন্টেশনের সমস্যা থাকে, এই সমস্যা দূর করতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। 

ঘামের দুর্গন্ধ দূর করতে ডিওডোরেন্ট হিসেবে কাজ করতে পারে গ্লাইকোলিক অ্যাসিড। ঘামের দুর্গন্ধ রোধে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহারে ডার্মাটোলজিস্টরাও পরামর্শ দিচ্ছেন।  যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড মৃত কোষ দূর করতে পারে, সেহেতু আন্ডারআর্মে ব্যাকটেরিয়া জমতে পারে না। 

আরো পড়ুন:

আন্ডারআর্মের নিয়মিত যত্নে করণীয়
এক. প্রতিদিন পরিস্কার পানি এবং পছন্দের বডি ওয়াশ দিয়ে গোসল করে নিন। এতে এতে স্কিনে জমে থাকা ব্যাকটেরিয়া এবং ময়লা সহজে ধুয়ে যায়। ফলে আন্ডারআর্মের ত্বকও ভালো থাকে।

দুই. নিয়মিত আন্ডারআর্মের এক্সফলিয়েশন করুন। বিশেষ করে কালো জায়গায় পিগমেন্ট কম করতে এবং মৃত কোষগুলোকে দূর করতে এটি বেশ ভাল কাজ করে

তিন. আন্ডারআর্মে শেভিংয়ের পর ইনগ্রোন হেয়ার হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে এক্সফোলিয়েট করলে এটি হওয়ার ঝুঁকি থাকে না।  

চার. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অনেক সময় আন্ডার আর্মের শেভিং করতে করতে কালো দাগ বাজে রূপ নেয়, আন্ডারআর্ম আদ্র রাখা খুব দরকারি। সেজন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।
  
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়