ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষি সাংবাদিকতার বিকাশ দরকার: মাহবুব মোর্শেদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২১ ডিসেম্বর ২০২৪  
কৃষি সাংবাদিকতার বিকাশ দরকার: মাহবুব মোর্শেদ

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে কৃষি গবেষণা নিয়ে যতটুকু প্রচার দরকার, গণমাধ্যমে সেরকম দেখা যাচ্ছে না। সেজন্য তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের আরও প্রশিক্ষিত এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিকশিত হওয়ার ওপর গুরত্বারোপ করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া জার্নালিজম’ বিষয়ক কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মাহবুব মোর্শেদ বলেন, ‘‘সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অবশ্যই প্রশংসনীয়। তবে বার্ষিক কেবল একটি প্রশিক্ষণই যথেষ্ট নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জিটিআই কর্তৃপক্ষ চাইলে দেশের শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে আরও কর্মশালার আয়োজন করতে পারে। এতে করে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।”

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিআই অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রশিক্ষণ কোর্সের সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও  বিভিন্ন শাখার পরিচালকরা।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় সেরা দুই প্রশিক্ষণার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পরে এ বছরের প্রশিক্ষণ স্মরণিকা ‘নব জাগরণ’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন স্বাধীনতার আলোকে এবারের স্মরণিকার নামকরণ করা হয়েছে ‘নব জাগরণ’।

‘এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া জার্নালিজম’ বিষয়ক এ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৭ জন সাংবাদিক এবং ২ জন জনসংযোগ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ও জিটিআই-এর সার্বিক তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়