জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে স্মৃতিসভা
জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে শুক্রবার (১০ অক্টোবর) জহুর হোসেন চৌধুরী হলে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্মৃতিচারণে অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডা. হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দেশের সিনিয়র সাংবাদিকরা। তারা প্রয়াত সহকর্মীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
স্মরণসভায় যাদের স্মরণ করা হয়, তারা হলেন:
এন. এম. হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বি. ডি. মুখার্জি, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ. এ. জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।
স্মরণসভায় বক্তারা তাদের কর্মজীবনের অবদান, সততা, নিষ্ঠা ও সাংবাদিকতার প্রতি তাদের অঙ্গীকারের কথা স্মরণ করেন।
ঢাকা/এএএম/এসবি