ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবসরকালীন রেশন পাবেন পুলিশ সদস্যরা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবসরকালীন রেশন পাবেন পুলিশ সদস্যরা

শর্তসাপেক্ষে অবসরের যাওয়ার পরও রেশন পেতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। প্রত্যেক পরিবার থেকে দুজন করে সদস‌্য এ রেশন সুবিধা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সম্প্রতি অর্থ বিভাগের যুগ্মসচিব আশরাফ উদ্দীন আহম্মদ খান স্বাক্ষরিত সম্মতিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পরিবারের মোট দুজন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকিতে নিদ্দিষ্ট হারে ও শর্তে রেশন দেওয়ার সম্মতি দেয়া হলো।’

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা এ সুযোগের আওতায় মাসে ২০ কেজি, ২০ কেজি আটা, সাড়ে চার কেজি ভোজ্য তেল এবং দুই কেজি ডাল রেশন হিসেবে পাবেন। তবে পরিবারের সদস্য সংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশন সুবিধা পাবেন।

এই সুযোগ দেয়ার পাশাপাশি কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলো হলো- যে সকল পুলিশ সদস্য চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গিয়েছেন বা যাবেন তারা এ সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলাঙ্গ সন্তানরা আজীবন এ সুবিধা পাবেন।

পরিবারের সদস্য সংখ‌্যা যে কয়জনই হোক না কেন, শুধুমাত্র দুজন সদস্য এই সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী উভয়ই পুলিশ বাহিনীর সদস্য হলে অথবা ভিন্ন ভিন্ন রেশন সুবিধা সম্বলিত দপ্তর/সংস্থায় কর্মরত হলে, তাদের যে কোনো একজন যতদিন কর্মরত থেকে পারিবারিক রেশন সুবিধা ভোগ করবেন, ততদিন পর্যন্ত তাদের কেউ বা পরিবারের কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

এ সুবিধা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য ভর্তুকি খাত থেকে মেটানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করতে হবে। আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।

 

ঢাকা/হাসনাত/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়