ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যাস্ত

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যাস্ত

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

ওই তিন কর্মকর্তা হলেন- নাজিম উদ্দিন (সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম (আরডিসি), রিন্টু বিকাশ চাকমা (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম) এবং এস এম রাহাতুল ইসলাম (সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম)।

১৫ মার্চ (রোববার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও ১৬ মার্চ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে এর আগে আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন শহরের চড়ুয়াপাড়ার বাসা থেকে আরিফুলকে ধরে নিয়ে যায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে তার বাসা থেকে আধা বোতল মদ ও দেড়শত গ্রাম গাঁজা উদ্ধারের দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 

নঈমুদ্দিন/জেডআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়