ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

এসএ ও এশিয়ান টিভির যাত্রা শুরু

সেন্ট্রাল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২০ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএ ও এশিয়ান টিভির যাত্রা শুরু

রাইজিংবিডি২৪.কম,ঢাকা: এ সপ্তাহেই ইলেকট্রনিক মিডিয়ার জগতে নাম লেখালো নতুন দুটি স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি (সাউথ এশিয়ান টেলিভিশন) ও এশিয়ান টেলিভিশন। এতে তথ্য প্রযুক্তির যুগে এক নতুন দিগন্তের উন্মোচন হলো বলে মনে করা হচ্ছে।

১৯ জানুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে এসএটিভির এবং এর ঠিক একদিন আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন লহয় এশিয়ান টিভির।   এসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া অঙ্গনের নতুন ও পুরান তারকারা।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এসএটিভির পূণার্ঙ্গ সম্প্রচার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি) ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড.মির্জা আব্দুল জলিল।
জাতীয় সংসদের স্পিকার মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, বাংলাদেশে এশিয়ান টিভির উদ্বোধনের মধ্য দিয়ে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রনিক মিডিয়ার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। তিনি এশিয়ান টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিদেশী অপসংস্কৃতির আগ্রাসন থেকে এ দেশের মানুষকে মুক্ত রাখতে এবং মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ দেশের টেলিভিশন চ্যানেলগুলো সহায়ক ভূমিকা রাখতে পারে।
 
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে স্পিকার আরও বলেন, পারিবারিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে এখনও যে সকল কুসংস্কার ও অন্ধবিশ্বাস উন্নয়নকে বাধাগ্রস্ত করছে গণমাধ্যমই সমাজ থেকে সেসব প্রতিন্ধকতা দূর করতে পারে। তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম এক অপরের পরিপূরক।

তারিখ: ২০ জানুয়ারি ২০১৩। সময় : বেলা ১১টা ১৬ মিনিট।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়