ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রার আড়ালে নগ্ন নৃত্য

বাবু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যাত্রার আড়ালে নগ্ন নৃত্য

গাইবান্ধার মানচিত্র

জেলা প্রতিবেদক
গাইবান্ধা, ১ ফেব্রুয়ারি : গাইবান্ধার গ্রামে গ্রামে যাত্রার আড়ালে চলছে জুয়া, মাদক ব্যবসা ও নগ্ন নৃত্য । এ ছাড়া মাইকের শব্দে লেখাপড়া করতে পারছে না শিক্ষার্থীরা।

জানা গেছে, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বেশ কিছু এলাকায় প্রায় ছয় মাস ধরে চলছে এসব যাত্রা।

টিকিটের মূল্য- বাংলার মাটি (মাটিতে বিছানো খড়ের ওপর) ৫০ টাকা,  চেয়ার ১৫০ টাকা, নায়িকার কাছে টাকার পরিমাণ অনির্ধারিত ।

রাত ১১টার পর শুরু হয় নগ্ন নৃত্য। মঞ্চে নাচতে নাচতে নারীরা দর্শকসারিতে চলে আসেন। দর্শকসারিতে এসে টাকা আদায় করেন তারা। মাতাল দর্শকরা টাকা ছিটিয়ে দিয়ে নারীদের শরীর স্পর্শ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরপুরের এক অভিভাবক জানান, যাত্রাপালার আয়োজকরা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতারা। তারা শুধু নগ্ন নৃত্য নয়, প্যান্ডেলের আশপাশে প্রকাশ্যে মদ, জুয়ার জমজমাট ব্যবসা করছেন। পুলিশ দেখে না দেখার ভান করছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদার রহমান দুলু জানান, একটি প্রভাবশালী চক্র যাত্রার সঙ্গে জড়িত । তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসনকে অভিযোগ করে কোনো লাভ হয়নি।

তিনি আরো জানান, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, পলাশবাড়ী থানাকে ম্যানেজ করে এসব অপকর্ম করা হচ্ছে।

পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, যাত্রা-জুয়া বন্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এসব অপকর্মের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

রাইজিংবিডি / বাবু / শিশির / আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়