ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফ্লাইট চালু, সৌদি পৌঁছালেন ২৫২ জন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৩ সেপ্টেম্বর ২০২০  
ফ্লাইট চালু, সৌদি পৌঁছালেন ২৫২ জন

দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবের সঙ্গে ফ্লাইট যোগাযোগ শুরু হয়েছে।

২৫২ জন সৌদি প্রবাসী নিয়ে রিয়াদে পৌঁছেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

সৌদি সময় ভোর সাড়ে ৪টার দিকে ফ্লাইটটি রিয়াদে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এই অবস্থায় ফ্লাইট চালু হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

ঢাকা/হাসান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়